ক্ষুধা বাড়ায় উদরে শুধুই যন্ত্রণা,
ভরাপেটে যন্ত্রণাটা সাক্ষাৎ করে না।
যাতনা কমায় শুধু ভাত-রুটি-ফল,
অন্যথায় করে নেয় সর্বাঙ্গ দখল।
অবিরাম ঝরে অশ্রু হাউমাউ চলে,
অগ্নিটা যে সার্বক্ষণ দাউদাউ জ্বলে।
এমতো ব্যায়ারামটা দরিদ্রের হয়,
খাদ্য নষ্ট করে যারা তাহাদের নয়।
অপচয় করে তবু বুঝেই না জ্বালা,
করে সদা যত্তসব অমার্জিত খেলা।
মাঝেমধ্যে তাহারাও দীন রূপ ধরে,
স্বার্থ আদায়ের তরে অনশন করে!
দীন দের পক্ষ ধরে গায় শুধু গান,
দুধকলা খেয়ে ভাঙ্গে হাস্যকর ভান!
খুঁতহীন অভিনয়ে কুর্সিটাকে পায়,
শেষ হলে ভোট যুদ্ধ সুর ভুলে যায়।
মরে যারা জ্বালা নিয়ে যন্ত্রণাটা বুঝে,
খেলা করে অবুঝরা যন্ত্রণাটা খুঁজে।
মসনদে বসে করে ফের অভিনয়!
স্বার্থবাদী দিয়ে কভু ন্যায় নীতি হয়?
হাতেগুনা বাদে সব করে অকল্যাণ,
দীন কে গাইতে হবে প্রতিবাদী গান।