না দেখলে শ্রীবদন,করে অন্তর ক্রন্দন,
নিরানন্দে হয় গত বেলা,
নয়নে পরকে ধরে,সুখ পাইনা অন্তরে,
বাড়ে শুধু হৃদয়ের জ্বালা!
ভুলতে পারিনা মুখ,পাইনা স্বর্গতে সুখ,
দু নয়নে জল শুধু ঝরে,
অন্তরের অভ্যন্তরে,শ্রীমুখ দেখার তরে,
লাগাতার ধুকধুক করে!
চিরচেনা দেহ ঘ্রাণ,বারংবার মারে টান,
অতিব হরিত বক্ষ 'পরে,
পলায়ন করে মন্দ,জাগে শুধুই আনন্দ!
দেহ মনে পুষ্পবৃষ্টি ঝরে।
ফেরত আসিয়া গৃহে,যখন গড়ায় দেহে,
উচাটন মোর দেহখানি,
কতটা আনন্দ পাই!বুঝানোর সাধ্য নাই!
নেত্র দ্বয়ে আসে শুধু পানি!
সতত খুশির সনে,করি স্পর্শ সযতনে,
তোমার শীতল সুশ্রী চর্ম,
জীবন রক্ষার তরে,মনোরম বক্ষ 'পরে,
অন্নজল পেতে করি কর্ম।
চাইনা আপন লাভ,বিশুদ্ধ মনের ভাব,
অনন্ত সময়কাল ধরে,
বলে যাব জনেজনে,মরণের পরক্ষণে
রেখে দিতে তোমার অন্তরে।
অনন্ত কালের বুকে,নিদ্রামগ্ন মহাসুখে,
কাটবে গতিতে দিবা-রাত্র,
পরবো দু'জন মিলে,সময়ের পথচলে,
মহিরুহের অনন্ত পত্র।