এসেছিল আগে যারা,
যাচ্ছে তারা চিরতরে
আগেভাগে চলে,

গন্তব্যটা যে কোথায়!
সবাই গোপন রাখে!
যায়না যে বলে!

পরে এসেও অনেকে,
ফাঁকি দিয়ে দেহ রেখে
যাচ্ছে চলে আগে!

যেতে হবে সবাকেই,
অজানা পথটি ধরে,
বাড়ি-গাড়ি ফেলে।