সুখের সন্ধানে লোক ছুটে অবিরত,
হন্য হয়ে খুঁজে করে বহুকাল গত।
ক্লান্ত হয়ে শেষমেশ একবার থামে,
যখনই স্থায়ীভাবে ঘুমায় আরামে।
ঝরায় নিজের রক্ত,কখনো পরের,
পেতে গিয়ে স্বর্গসুখ যায় হয়ে শের।
বসায় ধারালো থাবা,করে লুটপাট,
নিজের দখলে নেয় হাট-ঘাট-মাঠ।
অন্তিম সময়ে দেখে ভুলে ভরা সব,
থাকে না তখন মুখে সিংহ-ব্যাঘ্র রব।
মিউমিউ করে দানা দেয় তুলে মুখে,
তবুও পাপের ধন রাখে ধরে বুকে!
প্রাণের বিদায় লগ্নে চাবি সবে চায়,
দ্বন্দ্ব করে শব ফেলে রত্ন নিয়ে যায়।