প্রাণহীন দেহ পচে
চিরতরে হচ্ছে ভূমে ক্ষয়,
দৃশ্য দেখে বারংবার,
চিত্ত ক্ষত-বিক্ষত আঘাতে।
তবুও কেন যে আমি
কর্মটা করিনা স্রষ্টা পেতে!
নিজেকে অমর ভাবি,
অন্যকে নশ্বর মনে হয়।
যেতে হয় পেতে হলে
নিত্যদিন স্রষ্টার আলয়,
পাইনা আলয়ে সুখ,
চিত্ত সুখে চলি উল্টো পথে।
সুবুদ্ধি কে ঠেলে দিয়ে
ধরি সদা কুবুদ্ধির হাতে,
দূরত্ব বাড়ছে তাই,
কালকে করবো কবে জয়!?


ঘোড়ায় চড়িয়া কাল
টান দেয় অতিথির প্রাণে,
কাঁদেনা সে টান দিয়ে,
কারোর ছটফটানি দেখে!
সময় ভাটার টানে
গড়াতেই হবে যে ভূ'পরে।
দেহটা সবাই মিলে
স্থান দেবে কবরে/শ্মশানে,
অস্তিত্ব বিলীন হবে,
পতিত হয়ে যে স্রোত মুখে,
উল্টো পথে যাত্রা করে,
যাচ্ছি যে হারিয়ে চিরতরে!
১০/০৯/২২