তাপহীন আলো ভাসে পুবের গগনে,
হাসে সবে নতুনের মুখখানি দেখে।
শুরু হয় নবযাত্রা মুখে হাসি রেখে,
জাগে না মরণ ভয় নতুনের মনে।
মধ্য গগনে তাহার উল্লাস দহনে,
করে লেপন কালিমা ক্ষনিকের সুখে!
যৌবনের উপনেত্র থাকে বসে চোখে,
গোপনে অজর টানে মৃত্যুর আসনে।
দেয় হেলান পশ্চিমে ক্ষণস্থায়ী দেহ,
হাটে অন্যের চরণে,পায়না সে বল।
দেহটাকে ভয় আর করেই না কেহ!
স্বইচ্ছায় খাটটিকে করে যে দখল।
কালস্রোত করে দূর যৌবনের মোহ,
তাপহীন করে ফের,নয়নের জল।
০৩/১২/২০২২