জলের ভেতর থাকে দেহ-প্রাণপাখী,
যায়না সেথায় দেখা নাক-মুখ-আঁখি।
করে দেহ সাতরিয়ে আনন্দ ভ্রমণ,
রক্ষার্থে আপন দেহ করে নেয় রণ।
ধরাধাম দেখামাত্র কান্নাকাটি করে,
মল-মুত্র বারবার দুই হাতে ধরে।
কৈশোরে ধুলায় থাকে মনের হরষে,
বাধা দিলে সাথেসাথে নয়ন বরষে!
যৌবনে আতর মেখে ছড়ায় সুগন্ধি,
অস্থায়ী সুখের সনে করে নেয় সন্ধি।
কাল ফের দেহ টেনে নামায় মাটিতে,
মল নিয়ে করে খেলা,পারেনা হাটতে।
অন্ধকারে রাখে সবে প্রাণ গত হলে,
মাটি-জলের ভেতর দেহখানা গলে।