অচিন পুরে গিয়েছিলাম,
স্বপ্ন ডানায় চড়ে,
সফর সঙ্গী ছিলে সেথায়,
দুইটি বাহু ধরে।


রঙ বাহারে দেখে বদন,
ছিল না মোর হুঁশ,
মুহুর্তগুলো করে আজও,
অন্তরটাকে খোশ!


দু'জন মিলে হয়ে ছিলাম,
চাকচিক্যের অংশ,
সেথায় ছিল সত্য-সুন্দর,
একই জাত-বংশ।


স্বর্ণালি কেশ ছিল তোমার,
নয়ন ছিল নীল,
ছিল সেথায় দুই জনার,
অভ্যন্তরীণ মিল।