শ্রীধামে খেলছে ঢেউ,
আনন্দ প্লাবনে,
বাজিছে লহর ধ্বণি
এসে মোর কানে।
বলেছিল কিছু আগে
চিত্তের পবন,
প্রত্যহ আসোনা কেন
আগের মতন?
প্রকাশিত হয়েছিল
সুপ্ত চিত্ত কথা,
চালাও বলেই চলি,
করি চঞ্চলতা।
বাহিরে বাতাস নাম,
চিত্তে প্রাণবায়ু,
তুমি হলে অন্তর্যামী,
জন্ম-মৃত্যু-আয়ু।
মনের যতেক কথা
তোমারই জানা,
নাহি বলি যাহা কিছু,
থাকে কি অজানা?
আছো তুমি হৃদাসনে,
সুদৃঢ় বিশ্বাস,
অশেষ কৃপায় চলে
নিশ্বাস-প্রশ্বাস।
তোমার নির্দেশ ছাড়া
নড়ে না যে পাতা,
দান করে অতীতকে,
দূর করো ব্যাথা।


২২/০৮/২২