লালন খোঁজে পেলনা জাত,রাত কে করল দিন আর দিন কে করল রাত,


ধরলাম একদিন লালনের হাত,খুঁজতে আবার অদৃশ্য জাত।


খোঁজে পেলাম একই তথ্য,জাত যায়না তাহাই সত্য,লড়াই করে সর্ব দৈত্য,এই দৈত্যরা বেশ্যালয়ে এখনো যে যায়!এখনো যে খায়!


এখনো জাত নিয়ে খেলে!নেংটা হয়ে নৃত্য করে নিজ গতরে ময়লা ফেলে,ওঁদের যে রয়েছে সবার অদৃশ্য বিষদাঁত!