হিন্দু!অবিরাম জল পড়ছে বিন্দু বিন্দু!
আটষট্টি হাজার গ্রামে ছিল মহা সিন্ধু।
আত্ম কলহে স্বর্ণ কলসিতে হাজারো ফুটো,
জাতে বড়াে সবাই!কেহ হতে চায়না ছােট!
প্রতিনিয়ত চলছে বড়াই,জাত নিয়ে মহা লড়াই!
ঠুনকো জাত চলে যায় ছুঁলে কারাের ডেগ-কড়াই!
বাস করে জাত ঠাকুর ঘরে!ভাতের হাড়িতে!
অদৃশ্য জাত,অদৃশ্য প্রাচীর,প্রতিটি বাড়িতে!
জাত নিয়ে স্ব-গৌরবে বাস,চড়ুই পাখির বাসায়!
ভরা কলসির বেহাল দশা;হাসায় এবং কাঁদায়!