গুরুরা সব বেঁচে থাকে অন্তর আকাশে,
স্ব ইচ্ছা তে শিষ্যরা সব সান্নিধ্যে আসে।
কচিকাঁচা পাত্র গুলো দান গ্রহণে জ্বলে,
গুরু স্পর্শে খুলে নয়ন দেখেশুনে চলে।
যায়না মিশে গুরু গাত্র ভূমির সনে কভু,
হৃদাসনে বসিয়ে রাখেন ত্রিভুবনের প্রভু।
জীর্ন দেহ ফেলে তারা মনের কথা বলে,
শিষ্যের শিরে মণি হয়ে কালান্তরে চলে।
কাঁচা মাটি পাকা করে নানুষ গড়ে গুরু,
গুরুর হাতে ধরে নবীন যাত্রা করে শুরু।
তবে কেন অন্তর আজি অবিরত গলে!?
জনে-জনে কেন বলে গুরু গেছে চলে!?
রবি আলো গগনে স্থীর অবিরত হাসে,
সরে গেলে কৃষ্ণঅভ্র নয়নে ফের ভাসে।
বৃষ্টি ফেলে রাখি যেন অন্তর সদা নীল,
বক্ষে ঊর্মী তুলেছে যে অদৃশ্য অনিল!!