সঙ্গে নিয়ে জাল-দড়ি-
কোঁচ হেরে গেলাম রণে!
সকাল-সন্ধ্যা যুদ্ধ করে
হরেক মাছের সনে।

জালটি ছিঁড়ে কাতলা
মাছে করলো তেনা-তেনা!
বাঁচার তরে গজার মাছের
তিড়িং-বিড়িং জানা।

বোয়াল মাছের রাগটা
বেশি কামড়ে দিলো পায়ে,
ভয় পেয়ে যে থরথর করে
কাঁপন সারা গায়ে!

কোঁচটি ভেঙ্গে দিলো
মৃগেল হতাশ হলাম বসে,
ব্যঙ্গ করে সবকটি ব্যাঙ
খিল-খিল করে হাসে!

জলের ভেতর জেলের
সনে মাছের লড়াই চলে,
মাছ কখনো দেয়না ধরা
নয় ভীরুদের দলে।

চিংড়ি মাছটাও যুদ্ধ
করে!পায়ে চিমটি কাটে,
জোঁকের কামড় ঝরায় রক্ত
নামলে জলের ঘাটে।

মৎস শিকার নয়তো
সহজ শিকারীরাও মরে,
রক্তে এবং ঘাম ঝরিয়ে
ধরে কৌশল করে।