জ্ঞান পাপীরা সজ্ঞানে
করছে দুষ্কর্ম,
বুঝে-না নেশার ঘোরে
সুকর্মের মর্ম।
জানে শুধু প্রতারণা,
ভয় করে ন্যায়,
মিথ্যাকে আদর করে,
সত্যকে কাঁদায়।
সুশিক্ষিত নয় ওরা,
অবিচারে রত,
স্বার্থতরী চড়ে ক্ষতি
করে অবিরত।
কথার লালিত্যে পায়
প্রতি চিত্তে স্থান,
অভিনয় করে গায়
কোকিলের গান।
আচরণ কৃত কর্মে
ফুটে উঠে রূপ,
দেয় দেখা চেহারায়
লাল অগ্নি কূপ ।
নিজেকে বাঁচাতে চাই
সুন্দরের আলো,
কালোকে বিলীন করে
কর্ম কৃত ভালো।
ওদের ছায়ায় যেন
পড়েনা কারো পা,
নচেত নিশ্চিত কিন্তু,
মস্তকে দেবে ঘা।