শ্রমিক হল মাতৃ মুখ
বাবা-ভাই-ভগ্নি,
জয় সতত করে ঊর্ধ্ব-
জল-স্থল-অগ্নি।
যুক্ত তারা নানা কর্মে
ঘরে আর বাইরে,
কষ্ট করে ভূমি বক্ষে
সভ্যতাকে গড়ে।
জড়জগৎ হয় সচল
শ্রমিক যবে ধরে,
কর্মভয় করে কখনো
পেছন নাহি সরে।
ঝরে পড়া ঘর্ম দ্বারা
শান্তি বয়ে আনে,
অন্যায়ের প্রতিবাদও
করতে তারা জানে!
কর্মস্থলে করে হরষে
আট ঘণ্টা কাজ,
যেথা বৃদ্ধি করে সময়
ভাঙ্গে সেথায় তাজ!
বক্ষে নিয়ে লৌহ বৃষ্টি
সম্মিলিত লড়ে,
গাত্র হতে রক্ত ঢেলে
বিজয় ঝাণ্ডা ধরে।


০৫/০৫/২০২৩