তোমার 'পরে দণ্ডায়মান কাঁধে নিয়ে দেহ,
দেহখানা গৃহে-খাটে রাখতে চায় না কেহ!
সবার সনে আমিও যে হাঁটছি একই পথে,
প্রাণহীন দেহ কাঁধে আছে সম্মিলিত মতে।
বলছে সবাই শুধুমাত্র তুমিই নেবে কোলে,
দিতে হবে কোলে শুধুই যত্নের সাথে তুলে।
এনেছি তাই নিথর দেহ কোলে তুলে দিতে,
দয়ার সাগর ধরা মাগো নাও দুহস্ত পেতে।
তোমার বুকে চির নিদ্রায় পূর্বপুরুষ সবাই,
জন্মদাত্রীর দেহটিকে অভ্যন্তরে দাও ঠাই!
সবাই সুখে আছে বুকে তুমি যে ন্যায় দণ্ড,
তোমার বুকে সবাই সমান সাধু এবং ভণ্ড।
বুকে আছে লতাপাতা-বৃক্ষ-তৃণ-জল-ফল,
সবার জন্য একই গৃহ জীবন টা যে সরল।
ধনী-গরীব-রাজা-প্রজা সম পোশাক পরে,
মিলে-মিশে থাকে সবাই পাশা পাশি ঘরে।
সবার সাথে মা'য়ের দেহ রেখো যত্ন করে,
নেত্র হতে অশ্রু বারি ঝরছে তোমার'পরে!
দেহ সনে অশ্রু ছাড়া নেই যে দেয়ার কিছু!
তুমিই হলে শেষ ঠিকানা,গগন স্পর্শী উঁচু।