শৈশব কালের দেহগুলো কৈশোর হতে চায়,
সময় বেগে সুযোগ পেয়ে মাতৃ কোল হারায়!
যৌবন ছোঁয়া পেয়ে একদিন দ্রুত বেগে ছুটে,
দেয় আনন্দ স্বাধীন জীবন,মনে পুষ্প ফোটে।
কমতে থাকে দেহের বল ও স্মৃতি শক্তি ঘ্রাণ,
এবার ভাবে দেহটিতে থাকবে কয়দিন প্রাণ!
অন্তিম কালের দেহখানা ছটফট করে খাটে,
পায়না দেখা তপন রশ্মি,যায়না মাঠে-ঘাটে।
থাকে পড়ে দিবা রাত্রি মল ও নোংরা জলে,
রাখে না কেউ দেহ খানা যতন করে কোলে।
মনটা তখন চায় আবারো যেতে মাতৃক্রোড়ে,
হয়না পূরণ শেষের ইচ্ছে,দেহটিই যায় ঝরে!