কর্ম করে দেয় নির্ধারণ শ্রেষ্ঠ মানুষ কারা,
শ্রেষ্ঠ হতে চাই যে চিত্ত সত্য-ন্যায়ে ভরা।
দেহ-মনের আর্বজনা করতেই হয় ত্যাগ,
প্রতিবাদী হওয়ার তরে চাই কিছুটা রাগ।
মনের রাগটা হতে হবে দশের মঙ্গলার্থে,
বদমেজাজি রাগে কিন্তু আপনার স্বার্থে।
সত্য যদি নাহি থাকে কথাবার্তা কাজে,
ধরণীতে এমন লোকরা সর্বকালে বাজে।
ঘৃণা নিয়ে বাঁচার চেয়ে মৃত্যু অধিক শ্রেয়,
সত্য পথের পথিকেরাই সর্বজন শ্রদ্ধেয়।
ন্যায়টা চাই সর্বপ্রথম করতে ধরা সুন্দর,
ন্যায় বলে ফোটে পুষ্প চিত্ত গৃহের অন্দর।
ঘৃণা নিয়ে বেঁচে কি লাভ বসুন্ধরার বুকে?
বাঁচতে হবে অন্তরে আর হাসি ভরা মুখে।