মৃতরা সোহাগ করে,যত্ন করে
ঠোঁট দু'টি ধরে,
আদর মাখানো ছোঁয়া,বিষ ঢেলে
নিরবে যে মারে।


প্রতিটি কামড়ে বিষ,মরণব্যাধি
বহন করে,
জীবাণু ছড়িয়ে দিয়ে,নৃত্য করে
আগেভাগে মরে।


নর্দমায় থাকে আর মৃত্যুর মিছিলে
গান গায়,
সুযোগ পেলেই ওরা,খেলা করে
আনন্দ কুড়ায়!


মরে ওরা চিত্ত সুখে,অন্যের গতরে
ছুরি মেরে,
নীরবে যে কাড়ে প্রাণ,সুখ দেয়
মৃত্যুর আদরে!


ছড়াবে না দেহে রোগ,বন্ধ করলে
অবাধ মেল,
হবেনা অকালে মৃত্যু,শেষ হবে না
অকালে খেল।
০৬/০৮/২২