এসেছি ফের দেখা পেতে চিত্তাকর্ষক হাসি,
তোমার মুখের হাসিগুলো বড্ড ভালোবাসি!
পরে আছো নয়ন কাড়া শ্যামল বর্ণের শাড়ি,
অনন্ত ঢেউ খেলছে হরিত চড়ে পবন গাড়ি।
টিপ পরেছ ঝিলের জলে তপন হাসি দিয়ে,
শ্যাম সাগরের পানি খাচ্ছে নয়ন দু'টি পিয়ে।
মেঘের ভেলা ছায়া দিয়ে হাঁটছে ধীরে বুকে,
তপন রশ্মি করছে খেলা তোমার হাসি মুখে।
ফুটেছে কাশ বাড়িয়ে দিতে সর্ব অঙ্গে শোভা,
দুলছে কানে বায়ু বেগে লোহিত রঙের জবা।
আমন চারা হাসছে সুখে আমার দু'টি চোখে,
তোমার সুখে হাসি আমি ঘুমাই হরিত বুকে।
রূপ দেখে যে অহং জাগে সদা অন্তর মাঝে,
তোমার মতন করে কেহ কোথাও কি সাজে?
সাজতে লাগে শরত ঋতু,ঘন শ্যামল গয়না,
সাজতে লাগে চিরহরিৎ বড় একটি আয়না।
প্রকৃতি দেয় এ আয়নাটি শুধু তোমার হাতে,
তাইতো সাজো ইচ্ছে মত দিনে এবং রাতে।
তুমি হলে শ্যামল সাগর,এই জগতের সেরা,
তোমার মত দ্বিতীয় নেই শ্যাম সুন্দরে ঘেরা।