স্মৃতিতে আছে গাঁথা,অতীতের ফেলে আসা
সোনালী দিন গুলোর কথা,
উল্টালে স্মৃতির পাতা,জল সিক্ত হয় আঁখি,
চিত্তে পাই শুধুই ব্যথা!


তারাপাশা উচ্চ বিদ্যালয় মোর ষষ্ঠ হতে দশম
শ্রেণী পর্যন্ত অধ্যয়ন স্থান,
পাশ করে মাধ্যমিক,করেছিলাম সবাই নিজ-
নিজ গন্তব্যের দিকে প্রস্থান।


জীবিকার তাড়নায় সবাই এখন বসুন্ধরায়
সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে,
পারিনি কাউকে আজ পর্যন্ত স্মৃতির ভুবন
হতে দিতে মিটিয়ে।


কারোর সাথে হয়না দেখা,হয়না জমে থাকা
সুখ-দুঃখের একান্ত কথন,
চির বিদায় নিয়ে পরপারে চলে গেছে;প্রাণ
প্রিয় সহপাঠী ক'জন!


আজও স্মৃতির মাঠে গোল্লা ছুটে দেখি নিজেকে
হারানো সাথীদের সনে
খেলা করি উল্লাসে যৌবন সন্ধি ক্ষণে,হারিয়ে
কাঁদি ব্যথিত মনে!