উপস্থাপকঃ
উপস্থিত মীর জাফর সমিতির গন্য সুধীজন,
দেশ ডোবানোর কর্ম পদ্ধতি করুন বিবরণ।
শুরুতেই যাক শোনা ভূস্বামীর ভাষন,
কিছুটা খালি হবে,দেশ ভক্তের আসন!
বাহ!বেশ-বেশ-বেশ.......(করতালি)
সমস্বরে মন্তব্যঃ শতভাগ নির্ভেজাল সমিতি!


বক্তাঃ
স্বপ্নেও করি ভূমি দখল,হরষে আইল কাটি!
সোজা কে বাঁকা করতে প্রাত কালে উঠি।
বাহ!বেশ-বেশ-বেশ..........(করতালি)
সমস্বরে মন্তব্যঃ বাঁকা বলেই ঘি উঠে বেশি!


বক্তাঃ
মোড়ল তাই বিচার কর্ম দ্বারা দিব্যি পেট চালাই,
পক্ষের জেবে হাত ঢুকিয়ে বারোমাসি গান গাই।
বাহ!বেশ-বেশ-বেশ..........(করতালি)
সমস্বরে মন্তব্যঃ সম্মানী ভাতা দেয়া হোক!


বক্তাঃ
দশটায় শুরু কর্ম দিবস বারোটা একটায় যাই
কাটে না তিক্ত সময়!কষ্টে চেয়ারে ঘুমাই!
বাহ!বেশ-বেশ-বেশ..........(করতালি)
সমস্বরে মন্তব্যঃ বিছানা ব্যবস্থা করা হোক!


বক্তাঃ
পৃষ্ঠা ভরে ঔষধ লেখি,স্বার্থ মাখা অনুরোধে
বৈদ্যশালায় ভর্তি করে কৌসলে রাখি বেঁধে!
বাহ!বেশ-বেশ-বেশ..........(করতালি)
সমস্বরে মন্তব্যঃ নব উপাধি দেয়া হোক!


বক্তাঃ
ন্যায় পাইয়ে দিতে করি দিবা রাত্রি কার্য,
কঙ্কালসার গাভীর দুগ্ধ দোহাতে হারাই না ধৈর্য!
বাহ!বেশ-বেশ-বেশ..........(করতালি)
সমস্বরে মন্তব্যঃ কোট-টাই আপনাকেই মানায়!


বক্তাঃ
লড়াই করি ধর্মের নামে,গড়ি আলিসান বাড়ি,
দক্ষিণায় আয়েসি জীবন!বিলাস বহুল গাড়ি!
বাহ!বেশ-বেশ-বেশ..........(করতালি)
সমস্বরে মন্তব্যঃ স্বর্গ সুখ পরকালেও নিশ্চিত!


বক্তাঃ
জ্ঞান খাটিয়ে হয়েছি রাজা,ওজনে কম দিয়ে,
বন্ধ করি দেহ ঘড়ি,ভেজাল ঢালি খাঁটি ঘিয়ে।
বাহ!বেশ-বেশ-বেশ..........(করতালি)
সমস্বরে মন্তব্যঃ জনসংখ্যা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ!


বক্তাঃ
কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফা পাই,
তেল মর্দন করে নাসিকায় মরার মতো ঘুমাই।
বাহ!বেশ-বেশ-বেশ..........(করতালি)
সমস্বরে মন্তব্যঃ মঙ্গল গ্রহের ভবিষ্যৎ বাসিন্দা!


বক্তাঃ
জড়িয়ে ধরি হাতে পায়ে,সাদা পোশাক পরি,
ভোটের পর ভরেনা উদর!ওয়াদা ভঙ্গ করি।
বাহ!বেশ-বেশ-বেশ..........(করতালি)
সমস্বরে মন্তব্যঃ মীর জাফরের অকৃত্রিম অনুসারী!


বক্তাঃ
সম্মুখে বলে না কেহ!বলে আড়ালে কসাই!
সাবধান!কসাই নই!মানুষ করি জবাই!
বাহ!বেশ-বেশ-বেশ..........(করতালি)
সমস্বরে মন্তব্যঃ প্রাপ্য সম্মান দেয়া হোক!  


বক্তাঃ
দলিল পত্রে স্বাক্ষর কালে অঙ্গুলি করে মানা,
অভ্যাসে হয়েছে দাস!কর্মটা আগে টাকা গুণা!
বাহ!বেশ-বেশ-বেশ..........(করতালি)
সমস্বরে মন্তব্যঃ অঙ্গুলি হীরায় মোড়ানো হোক!


বক্তাঃ
করেছি উদ্ভাবন নব প্রযুক্তি,বাশের ইমারত,
নোবেল পুরষ্কারের দাবিদার,শতভাগ অসৎ!
বাহ!বেশ-বেশ-বেশ..........(করতালি)
সমস্বরে মন্তব্যঃ সহমত জানাই গুরু!


উপস্থাপকঃ
বক্তব্য করতালি শুনে ভরে গেলো প্রাণ!
এতো সুন্দর ললিত সুরে শ্রুতি মধুর গান!
কর্মক্ষেত্র ভিন্ন,লক্ষ্য মোদের অভিন্ন,
গাই গুনগান মীর জাফরের,খাই দেশের অন্ন।
দেশ ডোবাতে অবদান সমানে সমান,
একটু জোরে স্বার্থ ধরে মারতে হবে টান!
গায় যারা দেশের গান,ছুড়ে মারো অশ্লীল বান!
দেশ ভক্তকে কৌসলে করাও,জাফর সুরা পান।
পশ্চাতে টেনে ডোবাব দেশ অথৈই সাগরে!
প্রবাসী-চাষাভুষা-দর্জি ক'দিন রাখবে ধরে?!


উপস্থাপকঃ স্বার্থ ধরে মারো টান!
দেশদ্রোহীঃ হেঁইও!
উপস্থাপকঃ গাও মীর জাফরের গুণগান!
দেশদ্রোহীঃ হেঁইও!
উপস্থাপকঃ স্বার্থ ধরে মারো টান!
দেশদ্রোহীঃ হেঁইও!
উপস্থাপকঃগাও মীর জাফরের গুণগান!
দেশদ্রোহীঃ হেঁইও!


শুনিয়া বিষাক্ত ভাষন,দেশ ভক্তরা করে গর্জন!
দেশ প্রেমিকঃ ধরব চেপে সর্ব সুজন!
দেশ প্রেমিকঃ দেশদ্রোহীদের গর্দন!(সমস্বরে)
দেশ প্রেমিকঃ আর নয় ভুলেও ভুল!
দেশ প্রেমিকঃ করব এবার নির্মূল!(সমস্বরে)
সমস্বরে মন্তব্যঃ মূল উৎপাটন করতেই হবে!


স্বপ্ন দর্শনকারীঃ
দুঃস্বপ্নে দেখছি আরও,চলছে দেশের ক্রান্তি কাল!
শেয়াল-কুকুর-শকুনের মুখ রক্তে রঞ্জিত লাল!
সংখ্যা হীন নেকড়ের গা ভেড়ার চামড়ায় আবৃত!
দাউদাউ আগুনে ঢালছে ওঁরা,পেট্রল-ডিজেল-ঘৃত!


সভাঃ মীর জাফর সমিতির উদ্যোগে।(দেশদ্রোহী)
বক্তাঃ বিভিন্ন পেশা হতে আগত দেশদ্রোহী।
প্রতিবাদীঃ দেশ প্রেমিকরা।
সমস্বরে মন্তব্যঃ সর্ব দেশদ্রোহীদের।
সমস্বরে মন্তব্যঃ সর্ব দেশ প্রেমিকদের।
সভাস্থলঃ স্বপ্নলোক।