বাঁদরের উপদ্রবে অতিষ্ঠ জীবন!
পেটভরে নিচ্ছে খেয়ে,যাহা চাচ্ছে মন!
অতিরিক্ত খেয়ে-দেয়ে শুয়োরের বল!
চর্বিযুক্ত দেহমধ্যে,মাংসে থলথল!
বিচরণ করে গাছে,চালায় লুন্ঠন,
ফল খেয়ে বৃক্ষকেই চড়ে সর্বক্ষণ।
স্বার্থে করে মারামারি,বৃক্ষের দখল,
টিকিয়া থাকার তরে নতুন কৌশল।
তাড়াতে করলে দেরি ওপড়াবে গাছ,
বৃক্ষ হীন ভূমিপটে,দেবে নেংটা নাচ।
মানুষ মরবে কেন?বানরের হাতে!
সম্মিলিত দিলে তাড়া,পলাবেই তাতে!
প্রতিটি বাগানে চাই,লোভহীন,খাঁটি,
শীঘ্রই ভাঙতে হবে!প্রত্যেকটা ঘাঁটি!