চন্দ্রমার হাসির চেয়েও সুন্দর তোমার হাসি,
নির্দিষ্ট সময়ে চন্দ্র হাসে;তোমার হাসি দিবানিশি। 
শত কষ্ট বুকে নিয়েও ছড়াও তুমি নিত্য আলো,
সদা উজ্জ্বল বদন তোমার;হয়না কখনো কালো।
মেঘের আড়ালে অতি দ্রুত চন্দ্র হারিয়ে যায়,
তোমার হাসি দেখে মেঘ;নিজেই লজ্জা পায়!
মা তোমাকে ভালোবাসি;ভালোবাসি মধুর হাসি,
লক্ষ চাঁদের ঝলকিত বন্যায় আনন্দে ভাসি!
স্রষ্টা যেন না দেখায় মা মলিন তোমার বদন,
থামবে না মোর অশ্রু ধারা;বন্ধ হবে না রোদন!