নাম আমার অভিষেক,আব্দা গ্রামে করি বাস,
সখ্য গরুর সনে,আনন্দে কাটি গরুর ঘাস।
দুধ-ভাত প্রিয় খাবার,খাই বারো মাস,
বেলি-গাঁদা-গোলাপ-কামিণী বাগানে করি চাষ।
খেলা করি মাঠে আর নাওয়া নদীর জলে,
গাছের ডালে চড়ি আমি,পেট ভরে ফলে।
কপাট খোলে সূর্য দেখি প্রাতে উদয় কালে,
ব্যাথা পাই অন্তরে,ভানু যখন পশ্চিমে হেলে!