ছলনার রহস্য;জানার ইচ্ছে নাই!
খেলার পুতুল ছিলাম;খেলেছিলে তাই!


দহণে করেছিলাম;নিজেকে খাঁটি
ভেঙ্গে করলে খান খান,হয়ে গেলাম মাটি!


ভালোই হয়েছে!পুড়িতে হবে না আর!
হারানোর ভয় নেই,ভাঙ্গা হৃদয় দ্বার!


তবুও প্রশ্ন জাগে;কেন উত্তির্ন হলাম?
ক্লান্ত হয়ে কেন খুঁজে নাহি পেলাম?


হিমালয় জয় করিলাম,প্রমাণ দিতে
ভালােবাসার!
কি'বা দরকার ছিলো!সমুদ্রে সাঁতার কাটার!


জয় করে সাগর,মহাসাগর,হিমালয়,কি পেলাম?
অজেয় পাষাণ হৃদয়!জয় করিতে নাহি পারিলাম!


স্বপ্ন যদি ছিলােই!স্বর্ণের প্রাসাদ!স্বর্ণের বিছানা!
কি'বা দরকার ছিলো?এতো অভিনয়!এতো ছলনা!


তারপরও সুখে থেকো!স্বর্ণে মুড়িয়ে,দেহ-মন ও প্রাণ!
মাটিতে সুখেই আছি!চিত্ত সুখে গাহি বিরহের গান!