স্বপ্নলোকে রং তুলিতে গতরে আঁকো ছবি,
প্রাতে দেখি প্রতিবিম্বে ছলনা ছিল সবই!
পাইনা খুঁজে স্পর্শ স্থানে তুলির কোন ছাপ,
মিথ্যে সর্ব অংকন কর্ম,মিথ্যে তুলির ঝাপ।
উপহাসে রবি হাসে ভাসে তাহা আয়নায়,
মলিন বদন নিত্য ই হয় হৃদ ভাঙ্গা বন্যায়!
মামলা করব আজই বিবেক আদালতে,
ন্যায় বিচার পাব নিশ্চিত ন্যায়ালয় হতে।
শাস্তি লিখে দেবে ন্যায় ঠোঁটে এবং ললাটে,
সশরীরে পাঠাবে মোর নিকেতনের কপাটে।