মনে
শুধুই
তোমার ছবি!
দেখাবো তা
জলে!?

পারবেই
না আর
করতে বন্ধ!
একবার বাহির
হলে!!

প্রতি
ফোঁটায়
ছবি কিন্তু
হাসবে তোমার
মতো!

একই
ধারায়
কাঁদবে ছবি!
কাঁদবে তুমি
যতো!!