পুথি পত্রে লেখা আছে
মাতা পিতার যত্ন আগে,
দিলে কষ্ট তাদের মনে
সৃষ্টিকর্তা বেজায় রাগে।


কষ্টে কাটে ধরার বেলা
পরকালেও দেহ জ্বলে,
কান্না ধ্বনি করে শ্রবণ
প্রভুর অন্তর নাহি গলে।


তাদের যত্ন করলে তবে
কিছুটা ঋণ ধরায় কমে,
সন্তান বাড়ে তিলেতিলে
মাতা পিতার রক্ত-ঘামে।