মুক্তার হাসি
প্রশান্ত মিত্র (শান্তা)

মুক্তারা;শুধুই হাসে,
হাসিকে সর্বদা ভালো বাসে,
হাসতে জানে বলেই,আনন্দের
দরিয়াতে ভাসে!

পোড়ালাম অগ্নি দিয়ে!
কষ্টে ভরা!শোকাগ্রস্ত মনে!
হারায়নি হাসি তার,ক্ষয়-
প্রাপ্ত দেহটার সনে।  

হইতে প্রতিটি মুখ,
করছে প্রকাশ আত্ম কথা,
মুক্তারা হৃদ মাঝারে,মরেনা
কভু;দেয় না ব্যথা।

অগ্নিতে হেসেছিল সে,
হাসছে তারকাদের সনে,
বসে আছে সবাকার,মন
মন্দিরের সিংহাসনে।

হাসিতেছে দেয়ালে সে,
হাসিতেছে লোচনের জলে,
অট্ট হাসিতে এখনো!ফেলে
আসা কথাগুলো বলে!

প্রাণ চলে গেলে তবে,
বলে দেই দেহকে বিদায়!
থাকে হৃদয়ে বসিয়া,বিলাপ
করি যে হায়!হায়!

হাসি মুখে থাকে আর,
আমৃত্যু,অন্যকে ভালো রাখে,
তুলি দিয়ে সবে তাই,স্মৃতির
পাতায় ছবি আঁকে।

৩০/০৭/২০২২
মুক্তা রাণী মিত্র,প্রয়াত বৌদির নাম।