কাছে যখন ছিলে তুমি মুর্তি ছিল সুন্দর,
দেখা পেতাম সপ্ত বর্ণ আপনারই অন্তর।


চলে গিয়ে করেছ যে বদন ও মন কালো,
কেমনে যে লাগে বলো শূণ্য গৃহে ভালো!


দয়া করে ফিরে এসো মলিন দুটি ঠোঁটে,
দেহ মনে আবার যাতে পুষ্পকলি ফোটে।


দর্পণ যেন শব্দ ছাড়া হাসে মোরে দেখে,
আবার যেন জাগে খুশি অন্তরে ও মুখে।