প্রতিজ্ঞা করছি সবে পৃথিবীর বুকে,
তুলে দেব হাসিখুশি মা-বাবার মুখে।
তাহাদের মনে কভু নাহি দেব ব্যাথা,
শিরোধার্য নেব করে প্রত্যেকটি কথা।
তাদেরকে পাঠাব না কভু বৃদ্ধাশ্রমে,
আমাদের মুখে হাসি তাহাদের শ্রমে।
ছাত্ররা করে না কভু কথার খেলাপ,
করে না অন্যায় দ্বারা কখনও পাপ।
তাহাদের মুখে যদি নাহি থাকে হাসি,
বাজবে না ধরাধামে আনন্দের বাঁশি।
অন্ধকারে যাবে শোনা শুধু আর্তনাদ,
দেহ গুলো হয়ে যাবে পুরোটা উন্মাদ।
মন কুর্সি ত্যাগ করে চলে যাবে ন্যায়,
নির্বোধরা কেন করে জঘন্য অন্যায়!?