এসেছ ধরার বুকে বই-বীণা নিয়ে,
দূর করতে অজ্ঞান,সর্ব শুভ্র দিয়ে।
পরনে নিখুঁত শুভ্র,পদ পদ্ম 'পরে,
দুধ-সাদা রাজহাঁস সওয়ার করে।
গাত্রবর্ণ শ্বেতকায়,কত যে সুন্দর!
দেখলেই ভরে যায় শ্রীহীন অন্তর।
চাই রাখতে অন্তরে বেলা বহমান,
কম্পমান কণ্ঠস্বরে চাই শুদ্ধ তান।
মস্তকে রাখার ইচ্ছা সৃষ্টির সহিত,
সতত বিলাতে চাই মুক্তির সঙ্গীত।
এনেছি প্রসূন-পত্র দিতে শ্রীচরণে,
দুষ্ট মনকে এনেছি বহুকষ্টে টেনে।
দয়াকরে করো দেবী প্রসূন গ্রহণ!
টেনে নাও শ্রী চরণে কুমন্ত্রক মন।