কর্মে শুদ্ধ দেহ
প্রশান্ত মিত্র (শান্তা)


স্বপ্ন লোকে নিজেকে দেখিলাম রাজা রূপে সিংহাসন
ক্ষমতার অপব্যবহারে করছি রাজ্যময় দুঃশাসন।
জাত পাতের বিচারে করছি বিভাজন আর ঘৃণা
হঠাৎ দেখি মুকুট হীন!সাধারণে মোর ঠিকানা।  
ক্ষৌর কর্মে নরসুন্দর ধরিল মোর কানে
প্রতিবাদের প্রত্যুত্তর আঘাত করিল দম্ভ কে শাণে।
প্রতিবাদী নরসুন্দর কহে,ঘৃণা করো কিসের কারণে?
একই কর্ম নিজেইতো করো আচ্ছাদিত স্থানে।
কিছুক্ষণ পর আসিল মেথর ময়লা করিতে নিষ্কাশন
বলিলাম দূরে থাকিতে,নাহি ছুঁতে আসন-বসন।
নরসুন্দরের অনুরূপ বলে,কেন করো ঘৃণা!  
কে করে পরিচ্ছন্ন?দেহে লাগা মল-মুত্র আবর্জনা।
শ্রবণে কথামালা জাগ্রত হলো নিদ্রিত বিবেকবােধ  
ওঁদেরকে জানালাম সম্মান উদয়নে মোর সুবােধ।
ঘােষণা করিলাম,বংশগত ছােট-বড়াে নয় কেহ!  
প্রতিটি কর্মের কর্তা কে করাে সম্মান,কর্মে শুদ্ধ দেহ।