জীবন চলার পথে
কভু যদি হয়ে যায় ভুল,
নির্দ্বিধায় করে নিও
ভুলটাকে শীঘ্রই কবুল।
কমবে না মান তাতে,
বাধবে না কভু গণ্ডগোল,
নয়তো দিতেই হবে
কাল পরিক্রমায় মাশুল।
যাহারা অন্যায় করে
নতশিরে মেনে নেয় দোষ,
চিত্ত দহনে তাহারা
হয়ে যায় নিখাঁদ মানুষ।  
ভুলহীন নয় কারো
ফাঁদে ঘেরা ক্ষণিক জীবন,
ক্ষমা আনে সুখশান্তি,
অশান্তিতে হয়না মরণ।
১৮/০৯/২২