গগনে হাসছে চন্দ্র,
নৃত্য দেখে-
শ্যাম ও রাধার;
ধরণীর বুকে আজ,
নেই যে এ-
কটুও আঁধার।


হাসি দেখে দু নয়ন,
চাচ্ছে যেতে-
শীঘ্র বৃন্দাবন;
দেহেতে থাকলে ডানা,
লীলা দেখে-
ভরে যেতো মন!!
২৬/১১/২৩