ভাষা  আন্দোলনে  রােপিত  বৃক্ষে  ধরেছিল
      ফল,লাল-সবুজ জাতীয় পতাকা,
ত্রিশ  লক্ষ  শহীদের  রক্তে হয়েছিল  স্বাধীন-
      সার্বভৌম বাংলার মানচিত্র আঁকা।


আত্ম ত্যাগের বিনিময়ে হয়েছিল দেশ স্বাধীন-
     সার্বভৌম,ষোল-ই ডিসেম্বর একাত্তর,
হানাদার মুক্ত হয়েছিল রবি ঠাকুরের সোনার
       বাংলার পূর্ব-পশ্চম-দক্ষিন-উত্তর।


পদ্মা-মেঘনা-যমুনা সহ শত-সহস্র নদী মুক্তির
       তরে হয়েছিল রক্তে রঞ্জিত লাল,
স্বাধীনতাকামীরা শক্ত হাতে ধরেছিল সেদিন
      জীবনানন্দের রূপসী বাংলার হাল।


মুক্তিকামী সর্ব  শহীদের  আত্মার করি শান্তি
          কামনা,করি শ্রদ্ধা নিবেদন,
তােমাদের  আত্মত্যাগে গর্বিত আমরা,ধিক্কৃত
        হানাদার বাহিনীর আত্মসমর্পণ।