চলে নদী দ্রুতবেগে,আঁকাবাকা পথে,
খুশি মনে করি খেলা,অনলের সনে।
চারিদিকে খেলে ঢেউ,গদি গড়ি তাতে,
দ্বন্দ্ব করি ভাঙ্গে যদি,স্বজন-দূর্জনে।
ঘাত করে বন্ধু মনে,আনন্দকে পাই,
স্বজনের কান্না দেখে,মনে জাগে হাসি।
বেলা কাটে কাদা ঘেটে,দর্পে গান গাই,
ক্ষণস্থায়ী গদিটাকে,সদা ভালোবাসি!


ভাটি টানে ভাঙ্গে গদি,প্রলয়ের জলে,
বোবা হয়ে থাকি সেথা,হয়ে যাই একা।
মেনে নিতে হয় বিধি,বল নাহি চলে,
কার সনে করি দ্বন্দ্ব?করে কি সে দেখা?
স্রষ্টা বিধি মান্য করে,দোস্তি সদা করি,
ভাই-বোন-বন্ধু সনে,কুস্তি করে মরি!