আবরার চলে গেছে না ফেরার দেশে,
দুঃখিনী মা গুনছে প্রহর অপেক্ষায় বসে।


না এলে আবরার খাবো না আমি ভাত,
এলে খাওয়াবো তাকে,ঘুম পাড়াব রাত!


স্মৃতিচারণ করে মা কাঁদছে নয়ন জলে,
সবার চোখে জল,কেউ কথা না বলে!


কফিন বন্দি আবরার যখন এলো বাড়িতে,
জ্ঞান হারা মা রইলো পড়ে শীতল পাটিতে।


১৮/১০/২০১৯