অদৃশ্য শক্তিতে সৃষ্ট নিস্পাপ
দেহে এসেছিলেন ধরায়,
ইরেশ চন্দ্র মিত্র,নামটি মানব
সৃষ্ট খাতার পাতায়।


স্ব-চক্ষে দেখেছিলেন ভারত
বিভাগ,বাংলার বিজয়,
ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব,
প্রতিবাদী-নির্ভয়।


আমৃত্যু দান করেছেন,শ্রেষ্ঠ
দান জ্ঞান আলো,
উদার মনের মানুষ ছিলেন,
বাসতো সবাই ভালাে।


ছিলেন অদ্বিতীয় স্রষ্টায় বিশ্বাসী,
ধর্মপ্রাণ মানুষ,
সর্ব ধর্মে শ্রদ্ধা শীল,সর্বদা হাসি-
খুশি-নির্দোষ।


ঊনিশ ফেব্রুয়ারী একুশ সাল,
স্বর্গলোকে হয়েছে স্থান!
বহিতেছে অশ্রু বান!মুখে মুখে
আত্মার শান্তি কল্পে গান।


২১/০২/২০২১