তোমার চোখে আছে দিগন্তহীন নীল আকাশ,
গাঙচিল হয়ে ভেসে বেড়াই।
আছে জোয়ার-ভাটা-ঢেউ,
সমুদ্রে সাঁতার কাটি।
উদিত হয় চন্দ্র,
আলোর বৃষ্টিতে স্নান করি।
অনন্ত নক্ষত্র হাতছানি দিয়ে ডাকে,
সর্ব নক্ষত্রে বিচরণ করি।
যখনই দেখি প্রবল স্রোতে ভাঙ্গন,
জল আটকাতে ভাঙ্গনে নিজেকে সমর্পণ করি!
অসংখ্য ঋতু বিরাজমান!
নিজেকে উপযোগী করে নেই।
গ্রীষ্মের খর দাহে পুড়ি!থাকি বর্ষার অপেক্ষায়!
বর্ষার বজ্রপাত কালে চিত্ত বসন্তকে চায়!
টিকে থাকার লড়াই দেখতে পাওনা!
চোখ যেমন কাছের পাপড়ি দেখে না,ঠিক তেমনি!
আক্ষেপ করিনা!
এতো বিশালের কাছে ক্ষুদ্র হারাবেই!
যদি বীজ অঙ্কুরিত হয়,শাখা প্রশাখা মেলে,
দেখে নিও সেদিন!
ডালে বসে ডাকিও বসন্ত কালে!
ফুল-ফল সবই তুলে দেবো হাতে!।