মানসিক যোগে আবির্ভূত দ্বাপর যুগে রাতের অাঁধার,
মানব আকৃতিতে মানবের মাঝে সর্বাকর্ষক নিরাকার।


পাণ্ডব পুত্র অর্জুন দেখেছিলেন বিশ্বরূপ,
অন্যরা সর্বাকর্ষক নিরাকারের মানব রূপ।


ধর্ম সংস্থাপনার্থে এসেছিলেন দুষ্টদের দণ্ড দিতে,
কংস-পুতনা-নরকাসুর-অসুরদের প্রাণ কেড়ে নিতে।


কুরুক্ষেত্রের যুদ্ধে ছিলেন অর্জুনের রথের সারথি,
নিশ্চিত হয় ধর্মের বিজয়,হার মানে সর্ব মহারথী।


আদর্শ প্রেমিক দিব্য নায়ক শ্রী রাধিকার প্রাণনাথ,
লীলায় হয়েছিল অনন্ত প্রেম মহা সাগরের সাক্ষাৎ।


সর্ব গ্রন্থের সার শ্রীমদ্ভাগবতগীতা করেছিলেন দান,
সৃষ্টি-স্থিতি-সংহার কর্তা পরমব্রহ্ম শ্রী কৃষ্ণ ভগবান।


২৯/০৮/২০২১ খ্রিস্টাব্দ
১৪/০৫/১৪২৮ বঙ্গাব্দ
রবিবার।