সম্মুখে দাঁড়িয়ে থেকো
প্রশান্ত মিত্র (শান্তা)


চাঁদের মতন করে,হেটো না কখনো তুমি,
সম্মুখে দাঁড়িয়ে থেকো,স্থির দু কদমে,
হেটে যাওয়ার দৃশ্যটা,দেখলেই চক্ষে মোর,
এক সাগরের জল কষ্ট নিয়ে জমে!
নয়ন দেখে না যেন,এমত কঠিন দৃশ্য,
ঝরেনা কখনো যেন সাগরের জল,
হাঁটলে পাবেনা কিন্তু,দেখা ফের দেহটির,
ডোবাবে যে আমারই নেত্র হতে ঢল।