নীরবে ফুঁপিয়ে কাঁদে,
মায়েরা প্রসব ব্যথা কালে,
ভুলে যায় সেই কষ্ট,
নিজ সন্তান ভূমিষ্ট হলে।


অশ্রু মুছে সন্তানকে
আগলীয়ে রাখে স্বীয় বুকে,
কাঁদে ফের মুখ দেখে,
আনন্দাশ্রু আসে তাঁর চোখে।


কখনো থামে না কান্না,
থামে না তাঁহার সুখ হাসি,
লেগে থাকে বারো মাস,
সন্তানদের কে ভালোবাসি।


বৃদ্ধ কালেও কাঁদে মা
সন্তানের সম দুঃখী হয়ে,
সম সুখে সদা হাসে,
মাতৃ স্নেহে গতর বুলিয়ে।


হাসি এবং কান্না নিয়ে
কাটে তাঁর সারাটা জীবন,
তবুও সে পায় সুখ!
সম রঙ ধরে যে বদন।


২৮/০৯/২২