স্থীর নয়নে আমার পানে;
চাহিতেছ কেন?
দুইটি নয়ন চুম্বক হয়ে;
কাছে টানছে যেন।


বিদ্ধ করছে হৃদয়টা মোর;
নীলা নয়ন ধনু,
তীরের গায়ে পুষ্পরেণু;
বাজিতেছে বেণু।


চেহারাটা চেনা-জানা;
কাছে সর্বদা চাই,
স্বপ্নলোকে হাতে ধরে;
মহানন্দে গান গাই।


সত্যি করে বলাে আমায়!
এসেছ নিবাসে?
দাড়িয়ে কি ছায়া বিহীন?
স্বমূর্তিতে পাশে?


কায়াহীন ছায়াটা দেখছি;
অনন্ত কাল ধরে!
স্পর্শ যেন চিত্তটাকে;
আজি শীতল করে!!