লাগাতে চায় না চারা
লুট করে খায় তবু ফল,
অন্যের লাগানো গাছ
করে নেয় পুরোটা দখল।


চেয়ারে বসিয়া দেয়
বট সম বৃক্ষের পাহারা,
ডাল হারিয়ে বৃক্ষটি
কোন ক্রমে থাকে শুধু খাড়া।


সুযোগ পেলেই করে
নিঃশব্দে ভূমিতে ভূপাতিত,
উইপোকার মতন
কুরে কুরে খায় অবিরত।


অদৃশ্য করিয়া বৃক্ষ
স্থানটিকে করে মরু ভূমি,
অসংখ্য পাহারাদার,
স্বার্থে সভাপতি আর কর্মী।


কুকর্ম করেও ভাবে
বোকার আসরে নিজে জ্ঞানী,
বোকারা ঠিকই বুঝে,
ঘৃণ্য কর্মে কে কতটা মানী।  
২৮/০৯/২২