ভূমিতে করছে রাজ;
যতসব লুচ্চা আর
হিংস্র-অমানুষ,
করে নর্তন অনলে;
অন্ধকারে দেহ ধরে;
খায় সুদ-ঘুষ!
আমৃত্যু করেনা তারা;
তুলাদণ্ড হাতে রেখে
নিজেকে দণ্ডিত,
অন্যের বিচার করে;
স্বার্থের খুঁতিতে ধরে;
তবু সম্মানিত!
দাঁড়িয়ে জনসম্মুখে;
ন্যায় ও নতির বাক্য
তর্জে গর্জে  বলে,
করে উল্লাস সাঙ্গরা;
স্বার্থের ঘোটক চড়ে;
যুক্ত হয় দলে।
বাধ্য হয়ে কিছু শুভ্র;
কৃত্রিম মূর্তির পাশে
নত শিরে বসে,
বহন করিয়া কষ্ট;
আপন আলয়ে তারা;
দুঃখে কাঁদে-হাসে!
গালমন্দ;পরচর্চা;
দম্ভপূর্ণ কথাবার্তা;
অনেক জঘন্য!
নিত্যদিন ভাঙ্গে মন;
ঘৃণাপূর্ণ আচরণ;
ভণ্ডগুলো বন্য!