দোর খোলে দেখি যবে
ঝলমলে হাসি মাখা মুখ,
আনন্দের খরস্রোতে
ভাসে মোর বুক আর চোখ।
দেখি যবে ধীরলয়ে
হাটে কালো গায়ে ছায়া ফেলে,
কাটে ক্ষণ অপেক্ষায়,
শীঘ্র যেন স্পর্শে দেখা মেলে।
গগনে টাঙিয়ে পর্দা
চিত্তে মোর করে রাজ কালো,
সিংহের গর্জনকেই
তখন যে লাগে শুধু ভালো।
ঝমঝম করে মোর
আলয়ের চালার ওপরে,
কালোর বাহুতে ধরে
বারিধারা দেয় মন ভরে।
তবুও অন্তরে চলে,
আলো আর কালোর লড়াই,
দেখেছি অনেক খুঁজে,
স্থায়ী সুখ কারো কাছে নাই।