ঢাকা চাই সবাকার যৌবনের দেহ,
পরদেহ পাপ পথে আনব না কেহ।
ধরায় ভূমিষ্ট লগ্নে দেখেছিল লিঙ্গ,
স্রষ্টাই পাঠিয়েছিল সম্পুর্ন উলঙ্গ।
শৈশব কালের দেহ বস্ত্রহীন থাকে,
জাগ্রত হয়না পাপ বারবার দেখে।
কৈশোর হইতে দেহ পায় নব রূপ,
যৌবনে পরিপূর্ণতা,বার্ধক্যেই লুপ!
নশ্বর মায়ার দেহ থাকে কিছু দিন,
প্রাণ হীন হলে পরে পচায় জমিন।
দেহের সুন্দর চাম হয় আগে ক্ষয়,
ধরাবক্ষে কঙ্কালও নয় যে অক্ষয়!
কি'বা লাভ হয় তবে প্রদর্শন করে!?
পচাগলা দেহ ঢুকে পোকার উদরে।