হেসেছিল কপালের চাঁদ সিঁথি তে যে রশ্মি ফেলে,
ঠোঁটের রশ্মি হেসে-হেসে বুদ্ধু আমায় গেলো বলে।
কেনই বা চাঁদ নাহি বলবে রশ্মি ফেলে এমন কথা,
চোখ ছিল মোর যথা স্থানে নজর ছিল চাঁদে গাঁথা।